• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০১:৫৯ পিএম

গ্লোব বায়োটেককে টিকা ট্রায়ালের অনুমতি

গ্লোব বায়োটেককে টিকা ট্রায়ালের অনুমতি

শর্ত সাপেক্ষে দেশীয় গ্লোব বায়োটেকের করোনা টিকা ‘বঙ্গভ্যাক্সের’ ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

বুধবার (১৬ জুন) দুপুরে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। 

এছাড়া বঙ্গভ্যাক্স টিকার নিরাপত্তাসহ বেশকিছু বিষয়ে জানতে চেয়েছে বিএমআরসি।   

জানা যায়, বিএমআরসি সবুজ সংকেত পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর টিকার পরীক্ষা করা হবে। এ জন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। 

এর আগে রুহুল আমিন জানান, বঙ্গভ্যাক্সের টিকা নিয়ে বিএমআরসিতে আজ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখানে তাদের (গ্লোব বায়োটেকের) জমা দেওয়া কগজপত্রগুলো পর্যালোচনা করে দেখা হবে। সবকিছু ঠিক থাকলে এ বিষয়ে হয়তো সিদ্ধান্ত হতে পারে।