• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০১:২৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০২১, ০১:২৭ এএম

ঢাকার সাথে বিমান চলাচল অব্যাহত

ঢাকার সাথে  বিমান চলাচল অব্যাহত
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করা যাবে রেল ও সড়ক পথে। ঢাকা থেকে বাস, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও মঙ্গলবার (২৩ জুন) পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ঢাকা ছেড়ে গেছে ট্রেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাতে এসেছে ট্রেন। আবার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথারীতি উঠানামা করেছে বিমান।

মঙ্গলবার (২২ জুন) রেলপথ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। 

গাজীপুরের সব স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে, আন্ত:নগর ট্রেন থামবে না। এছাড়া গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 

খুলনাগামী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে। অন্য ট্রেনগুলো যথা নিয়মে চলবে।
এসব সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিমানের যাত্রাও অব্যাহত রয়েছে। অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমান ছাড়াও ইউএস বাংলা ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। তারা অগ্রিম টিকিট বিক্রিও অব্যাহত রেখেছে।

জাগরণ/এমএ