• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০২১, ১১:১৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০২১, ১১:১৯ এএম

সরাসরি বিদেশি বিনিয়োগে নেই সুখবর

সরাসরি বিদেশি বিনিয়োগে নেই সুখবর

২০২০ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১০ দশমিক আট শতাংশ। এ নিয়ে টানা দ্বিতীয় বছর দেশে কমলো সরাসরি বিদেশি বিনিয়োগ। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা- আঙ্কটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্টে এই তথ্য জানানো হয়।

তাদের তথ্য বলছে, ২০১৮ সালে সর্বোচ্চ ৩৬১ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশ। পরের বছর ২০ দশমিক চার পাঁচ শতাংশ কমে এটি নামে ২৮৭ কোটি ৪০ লাখ ডলারে।

সংস্থাটি জানায়, ২০২০ সালে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ প্রবাহ তালিকায় একক দেশ হিসেবে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৩৬০ কোটি ডলার বিনিয়োগ নিয়ে এই তালিকার শীর্ষে কম্বোডিয়া। তৃতীয় স্থানে আছে ইথিওপিয়া, বছর ব্যবধানে ৬ শতাংশ কমে যেখানে বিদেশি বিনিয়োগ নেমেছে ২৪০ কোটি ডলারে।

গত বছরে বিশ্বে মোট বিদেশি বিনিয়োগ প্রবাহ ছিলো ৯৯ হাজার ৮৮৯ কোটি ডলার, বছর ব্যবধানে যা কমেছে প্রায় ৩৫ শতাংশ। ২০১৯ সালে বিশ্বে মোট বিদেশি বিনিয়োগ প্রবাহ ছিলো ১ লাখ ৫৩ হাজার ডলার।

জাগরণ/এমএ