• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০২:০৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২১, ০২:০৬ এএম

এলএনজি আমদানিতে আরও ৪ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

এলএনজি আমদানিতে আরও ৪ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নির্বিঘ্ন করতে আরও চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তি করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য পেট্রোবাংলা চুক্তি করবে।

এলএনজি আমদানির জন্য নতুন করে জাপানের ইটোচু করপোরেশন, গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, দুবাইয়ের শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং ও যুক্তরাজ্যের টোটাল গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের সঙ্গে ‘মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট'’ করবে পেট্রোবাংলা। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কিনে বাংলাদেশকে সরবরাহ করবে। এ প্রতিষ্ঠানগুলো ২০১৭ সালে এলএনজি সরবরাহের জন্য আগ্রহ দেখিয়েছিল।

ওই সময় বিভিন্ন দেশের অন্য ১৪টি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি হয়। পেট্রোবাংলা এলএনজি আমদানি করে তা গ্যাসে রূপান্তরের পর জাতীয় গ্রিডে সরবরাহ করে।

জাগরণ/এসএসকে