• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০২১, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০২১, ১১:৪৭ এএম

মগবাজারে বিস্ফোরণ

মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে : আইজিপি

মিথেন গ্যাসের অস্তিত্ব  পাওয়া গেছে : আইজিপি
গণমাধ্যমের সাথে কথা বলছেন আইজিপি ড. বেনজীর আহমেদ ● সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি।

তবে পাওয়া গেছে মিথেন গ্যাসের অস্তিত্ব।

সোমবার (২৮ জুন) সকালে আইজিপি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, বিস্ফোরণের ঘটনর সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় এত সংখ্যক হতাহতের ঘটনা সত্যিই দুঃখজনক।

চলমান লকডাউন প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে লকডাউন। এর বিধি নিষেধ সবাইকে মানতে হবে। ঘরে মধ্যে থাকতে হবে। কেউ অযথা বাহির হবেন না।’

জাগরণ/এমএ

আরও পড়ুন