• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০১:০০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০২১, ০১:০০ এএম

রূপপুর পারমাণবিকে ৪৬ রুশ নাগরিক করোনায় আক্রান্ত

রূপপুর পারমাণবিকে ৪৬ রুশ নাগরিক করোনায় আক্রান্ত
সংগৃহীত ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৬ রুশ নাগরিক করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৫ জুলাই) রাতে হাসপাতালগুলো এ তথ্য নিশ্চিত করে।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট ১২১ জন কর্মী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হন। তাদের ৭৫ জন সুস্থ্য হয়ে ফেরত গিয়েছেন। এই নির্মাণ প্রকল্পের মোট ২৩১ জন রাশিয়ান কর্মী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে বলে জানায় কতৃপক্ষ।

আক্রান্ত ব্যক্তিদের যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল।

তবে এখন সবার অবস্থা স্থিতিশীল বলে জানায় হাসপাতাল। রাশিয়ার সহায়তায় নির্মিত এ পারমাণবিক প্রকল্পে তিন হাজার ৬০০ রুশকর্মী কাজ করছেন। এর মধ্যে অর্ধেক জনবল তাদের দেশের তৈরি স্পুটনিক-ভি টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারী কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছেন।

জাগরণ/এসএসকে