• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ১০:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২১, ০৫:০১ পিএম

রূপগঞ্জে আগুন

ডিএনএ নমুনা সংগ্রহ শুরু, ৪৮টি মরদেহের ময়না তদন্ত

ডিএনএ নমুনা সংগ্রহ শুরু, ৪৮টি মরদেহের ময়না তদন্ত
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফুড কারখানায় আগুনের দুর্ঘটনায় উদ্ধার ৪৮টি মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এরমধ্যে ১৯টি মরদেহের বিপরীতে সকাল পর্যন্ত ২৬ স্বজনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তে চলছে স্বজনদের ডিএনএ সংগ্রহের কার্যক্রম। ঢাকা মেডিকেলে নমুনা সংগ্রহের কাজ পরিচালনা করছে সিআইডি।

এরই মধ্যে নিহত ও নিখোঁজদের স্বজনরা নমুনা দিতে ভিড় করেছেন সেখানে।

সব নমুনা সংগ্রহ করতে ২১ থেকে ৩০ দিন সময় লাগতে পারে। এরপর মরদেহগুলো হস্তান্তর কার্যক্রম শুরু হবে।

আগুনের ঘটনায় কারখানার ছাদ থেকে লাফিয়ে পরে আহত ৩ নারী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিখোঁজদের সন্ধান পেতে ঢাকা মেডিকেলে আসেন স্বজনরা।

শুক্রবার (৯ জুলাই) বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জ থেকে একে একে ৫টি অ্যাম্বুলেন্স আসে ঢাকা মেডিকেলে। সেখান থেকে নামিয়ে ৪৯ শ্রমিকের মরদেহ নেয়া হয় মর্গে।

এরপর সেখানে বাড়তে থাকে স্বজনদের ভিড়। কেউ এসেছে ছেলের খোঁজে কেউ বা খুঁজছেন ভাই বা ভাগ্নের। তাদের কান্নায় তখন ভারী হয়ে উঠে পরিবেশ।

দগ্ধ শ্রমিকের পরিচয় শনাক্তে জটিলতা দেখা দেয়ায়, নেয়া হয়েছে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত। দ্রুত সময়ের মধ্যে মরদেহ শনাক্তের কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্বজনরা।

জাগরণ/এসএসকে

আরও পড়ুন