• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ১০:১১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০২১, ১০:১১ এএম

সড়কে যানবাহন ও পথচারীদের ভিড়

সড়কে যানবাহন ও পথচারীদের ভিড়
ছবি : পিবিএ

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ, বন্ধ রয়েছে অফিস-আদালত। এর মধ্যেই আজ বিধিনিষেধের ১১তম দিনে রাজধানী ঢাকার সড়কে বেড়েছে যানবাহন ও পথচারীদের ভিড়। বিভিন্ন পয়েন্টে যথারীতি বসেছে পুলিশের চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের চলাচল।

অন্যান্য দিনের তুলনায় রোববার (১১ জুলাই) সড়কে যানবাহনের চাপ বেশি। অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহনসহ জরুরি সেবার আওতায় যেসব যানবাহন চলাচল করছে, সেগুলোর ব্যাপারে কিছুটা নমনীয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে অন্যান্য যানবাহন তল্লাশি করা হচ্ছে। মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা, এক রিকশায় তিনজন বসা কিংবা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, যারা বিধিনিষেধ না মেনে বাইরে বের হচ্ছেন, তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। কিন্তু বিধিনিষেধ সত্ত্বেও কাজের সূত্রে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে পুলিশি হয়রানির শিকার হওয়ারও অভিযোগ জানিয়েছেন অনেকেই।

জাগরণ/এমআর