• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০২১, ০২:৩৮ এএম

ফরিদপুরে করোনায় ১৪ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘন্টায় ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলাটিতে আক্রান্তের হার ৪৩.৫৩ ভাগ। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু ২৭৬ জনে পৌঁছেছে। যেখানে মৃতের হার ১.৮৪ ভাগ।

সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, সারা দেশের মতো ফরিদপুরেও সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে এবং কমছে।

তবে তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলার প্রতি গুরুত্ব দেন। তিনি আরও বলেন,  গত ১২ তারিখ থেকে জেলায় টিকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ২৯ হাজার ৬০০ ডোজ টিকা ৯টি উপজেলাতে সরবরাহ করা হয়েছে।