• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ১১:০৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০২১, ১১:০৪ এএম

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ

বাবা-মায়ের পর এবার মেয়ের মৃত্যু

বাবা-মায়ের পর এবার মেয়ের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে বাবা-মায়ের পর এবার মারা গেছেন মেয়ে আয়েশা (৫)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।

বুধবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাইশা নামে আরও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আবদুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় বুধবার সকাল ৭টার দিকে আয়েশা নামে আরও একজন মারা যান। আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। 

শুক্রবার (৯ জুলাই) ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাগরণ/এসএসকে