• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০১:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২১, ০১:০০ পিএম

সড়ক ও নৌপথে দীর্ঘ যানজট

সড়ক ও নৌপথে দীর্ঘ যানজট
সংগৃহীত ছবি

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

রোববার (১৮ জুলাই) সকাল থেকেই এই দুই রুটে ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। যাদের আগে থেকে টিকিট কাটা রয়েছে, তারা নির্ধারিত কাউন্টার থেকে বাসে উঠে যাচ্ছেন। কিন্তু যাদের আগে থেকে টিকিট কাটা নেই, তারা বসের জন্য অপেক্ষায় আছেন।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, ‘চন্দ্রা ত্রিমোড় এলাকায় কোনো যানজট নেই। তবে চাপ রয়েছে। দুপুরের পর অনেক শিল্পকারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। তাতে ধারণা করছি, দুপুরের পর থেকে যানবাহন ও মানুষের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে।’

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে চেরাগ আলী পর্যন্ত সড়ক ভাঙাচোরা থাকায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। যার কারণে সেখানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

গাজীপুরের কুনিয়া বড়বাড়ি, ছয়দানা মালেকের বাড়ি, বোর্ডবাজার, বাসন সড়ক ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের বেশ চাপ রয়েছে। ওই সব পয়েন্ট থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) মেহেদী হাসান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্যান্য দিনের মতোই যানবাহনের চাপ রয়েছে। তবে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে।

গাড়িতে দুই আসনে একজন যাত্রী বসানোর নিয়ম থাকলেও পরিবহণ শ্রমিকরা তা মানেননি। কিছু দূর পরপরই যাত্রী তুলেছেন আবার নামিয়েছেন। করোনাভাইরাস (কোভিড-১৯) এর মধ্যে এভাবেই ঝুঁকি নিয়ে ফিরতে হচ্ছে।

নদীতে স্রোত ও পশুবাহী ট্রাকের চাপে দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৫ কিলোমিটার এলাকা পর্যন্ত পারের অপেক্ষায় রয়েছে যানবাহন।

এর মধ্যে বেশিরভাগই পশুবাহী ট্রাক। একই অবস্থা মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরি, লঞ্চে পার হচ্ছেন যাত্রীরা।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও একেবারে উল্টোচিত্র লোকাল ও কমিউটার ট্রেনে। এসব ট্রেনে গাদাগাদি করে চলাচল করছেন যাত্রীরা।

ঈদের আগে দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই রাজধানী ফিরে আসছেন। ভোর থেকে কিছুটা ভিড় রয়েছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভিড় থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখেও নেই মাস্ক।

জাগরণ/এমএ