• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ১১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০২১, ১১:১৮ পিএম

বৃষ্টি হতে পারে ঈদের দিন

বৃষ্টি হতে পারে ঈদের দিন
ফাইল ছবি

দেশে পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২১ জুলাই) ঈদের দিন তাই এক বা দুই পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি মানুষের স্বাভাবিক যাত্রায় কিছু বাগড়া দিলেও, কোরবানির পশুর বর্জ্য নিষ্কাশনে বৃষ্টি বিরাট সুবিধাও বয়ে আনবে নগরবাসীর জন্য।

দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি কম হবে দক্ষিণাঞ্চলে। তবে কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদ উদযাপনে যা জনজীবনে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন রাজধানীবাসী। এ মাসে স্বাভাবিকের তুলনায় ২৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে।

ঈদের দিন সকালের দিকে রোদের পূর্বাভাস থাকলেও বেলার বাড়ার সঙ্গে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। থেমে থেমে বৃষ্টির সঙ্গে থাকবে রোদ-মেঘের লুকোচুরি।

ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশালে বৃষ্টি কম হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলে।

জাগরণ/এমএ