• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১২:৩৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২১, ১২:৩৬ এএম

ঘাটতি নেই, তবুও বাড়ল চালের দাম

ঘাটতি নেই, তবুও বাড়ল চালের দাম
ফাইল ছবি

ঈদের পর বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে চালের দাম। সরকারি গুদামে রেকর্ড পরিমাণ মজুদের পরও রাজধানীর বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ২ টাকা পর্যন্ত।

বিক্রেতাদের দাবি, ভালো ফলন হাওয়ার পরও মিল মালিকদের কারসাজিতেই এ পরিস্থিতি।

সারাদেশে কঠোর লকডাউন চললেও ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ কাঁচাবাজারেই ক্রেতা-বিক্রেতায় মুখর। তবে করোনা সচেতনতার অভাব দেখা গেছে মানুষের মধ্যে। অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি।

সরবরাহ ভালো থাকায় স্বস্তি রয়েছে বেশিরভাগ সবজির দামে।

সপ্তাহের ব্যবধানে বাজারভেদে সরু চালের দাম বেড়েছে কেজিতে প্রায় ২ টাকা।

সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে দাম বেড়েছে আড়াই শতাংশ। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৮ টাকা কেজিতে। নাজিরশাইলের কেজি ৬৮ থেকে ৭০ টাকা। আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে, দেশে সরকারি গুদামে চালের মজুদ রয়েছে ১৩ লাখ ২১ হাজার টন।

খাদ্য সচিবের দাবি, দেশে সার্বিকভাবে চালের চাহিদা ও উৎপাদনের তথ্যের ঘাটতি রয়েছে। এই সুযোগে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

সরবরাহ ভালো থাকায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। ঈদের আগে ১০০ টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হলেও এখন তা পাওয়া যাচ্ছে ৮০ টাকায়। বেগুন, ঢেঁড়স, পটলসহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে ৫০ টাকার মধ্যে।

জাগরণ/এমএ