• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১০:৪৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২১, ১০:৪৮ এএম

গাদাগাদি করে ফিরছে মানুষ

গাদাগাদি করে ফিরছে মানুষ
প্রতীকী ছবি

রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্ট সহ রফতানিমুখী সব শিল্প-কারখানা খোলার ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার পর পরই রাজবাড়ী-মাদারীপুরের ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ঘাটে ঢাকাফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সকাল থেকে প্রতিটা ফেরি ভরা-যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এসব ফেরিতে স্বাস্থ‍্যবিধি বা সামাজিক দূরত্ব মানছে না কেউ। অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক।

গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, অটোরিক্সায় গাদাগাদি করে দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে ফেরিঘাটে আসছে মানুষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। সেই সুযোগে শত শত যাত্রী পারাপার হচ্ছে এই রুটে। ছোট বড় মিলে আটটি ফেরি চলাচল করছে দৌলতদিয়া ঘাটে।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটেও রয়েছে মানুষের ভিড়।

জাগরণ/এমএক