• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২১, ০৩:৫০ পিএম

অ্যাস্ট্রাজেনেকার আরো ৮ লাখ টিকা ঢাকায়

অ্যাস্ট্রাজেনেকার আরো ৮ লাখ টিকা ঢাকায়

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা ঢাকায় এসেছে। হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বেলা ২টা ৫০ মিনিটিকে টিকাবাহী বিশেষ বিমান দেশে এসেছে। এই বিমানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা রয়েছে।

বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত থেকে এসব টিকা গ্রহণ করেন। এই টিকা কেন্দ্রীয় ইপিআই স্টোরের ওয়াক ইন কুলার রুমে সংরক্ষণ করা হবে।

জাগরণ/এমইউ