• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০১:১১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০২১, ০১:১১ এএম

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে কোনও সুপারিশ করা হয়নি : বিশ্বব্যাংক

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে কোনও সুপারিশ করা হয়নি : বিশ্বব্যাংক
ফাইল ছবি

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে কোনও সুপারিশ করেনি বিশ্বব্যাংক।

যদিও সোমবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের দেয়া প্রস্তাব প্রত্যাখান করেছে বাংলাদেশ। তারপরই মঙ্গলবার (৩ আগস্ট) সংস্থাটি নিজেদের ওয়েব সাইটে দেয়া বিবৃতিতে জানান, রোহিঙ্গা ইস্যুতে কোনও সুপারিশ দেয়া হয়নি।

শরণার্থী ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংক যে রূপরেখা দিয়েছে তা প্রত্যাখান করেছে বাংলাদেশ। এ নিয়ে সোমবার সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে কোনও সুপারিশ দেয়নি বিশ্বব্যাংক বিষয়টি নিশ্চিত করে নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার (৩ আগস্ট) বিবৃতি দেয় সংস্থাটি।

যেখানে বলা হয়, ‘রোহিঙ্গাদের দেখভালে সংস্থাটি ৫৯০ মিলিয়ন ডলার দেবে। বিশ্বের যেসব দেশে শরণার্থী রয়েছে প্রত্যেককেই নিজেদের এমন পরিকল্পনার কথা জানিয়েছে। আর তা করা হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যের ভিত্তিতেই।’ 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমনের সাফ জবাব, ‘রোহিঙ্গাদের বাংলাদেশের সমাজে অন্তর্ভুক্ত করা হবে না।’

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়কে রিফউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক বিষয়ক এক প্রস্তাবনা দিয়েছিল বিশ্বব্যাংক। এজন্য মতামত চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

জাগরণ/এসএসকে/এমএ