• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০১:০১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২১, ০১:০১ এএম

পরীমণির বিরুদ্ধে মামলা করছেন সেই নাসির

পরীমণির বিরুদ্ধে মামলা করছেন সেই নাসির

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারই মামলা গ্রেফতারর হয়ে ১৫ দিন কারাগারে থাকা সেই ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে র‌্যাব আলোচিত অভিনেত্রী পরীমণিকে আটকের পর মামলার প্রস্তুতির বিষয়টি জানান তিনি।

নাসির বলেন, পরীমণির বিরুদ্ধে দুটি মামলা করব। তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। প্রস্তুতি নিচ্ছি।

এরআগে বিকেল থেকে পরীমণির বাসার সামনে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যার কিছুক্ষণ আগে ভেতরে ঢোকে তারা। পরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে তাকে আটক করা হয়।

গত ১৩ জুন প্রথমে ফেসবুক পোস্টে ও পরে বাসায় সংবাদ সম্মেলনে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন সাভার থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি।

এর পরদিন নাসির উদ্দিন, অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওই দিন রাতেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করে ডিবি পুলিশ।

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির ১৫ দিন কারাভোগের পর মুক্তি পান।

জাগরণ/এসএসকে