• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০১:১১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২১, ০১:১১ এএম

চিহ্নিত হলো আওয়ামী লীগের ৭৩ ভুঁইফোড় সংগঠন

চিহ্নিত হলো আওয়ামী লীগের ৭৩ ভুঁইফোড় সংগঠন
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের নামে ৭৩ ভুঁইফোড় সংগঠন, ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ২০০৯ সালের পর নামের আগে-পরে ‘আওয়ামী’, ‘লীগ’ ও ‘বঙ্গবন্ধু’ যুক্ত করে যেসব সংগঠন গড়ে উঠেছে, এর প্রায় সবই ভুঁইফোড় বলে মনে করছে আওয়ামী লীগ। 

প্রথমে এসব ভুঁইফোড় সংগঠনের উদ্যোক্তাদের কর্মকাণ্ড ও সম্পদের খোঁজ নেয়া হবে। সরকার বা আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কারা এসব সংগঠনের পেছনে পৃষ্ঠপোষকতা করছেন, সেটাও খোঁজা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এর আগেও পুলিশকে এসব সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জন্য বলা হয়েছিল। তখন কিছু ব্যবস্থা নেয়াও হয়েছে।

ভুঁইফোড় সংগঠনগুলো— 

১. জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় লীগ। ২. জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সংসদ। ৩. আওয়ামী প্রচার লীগ। ৪. আওয়ামী সমবায় লীগ। ৫. আওয়ামী তৃণমূল লীগ।৬. আওয়ামী ছিন্নমূল হকার্স লীগ। ৭. আওয়ামী মোটরচালক লীগ। ৮. আওয়ামী তরুণ লীগ। ৯. আওয়ামী রিকশা মালিক-শ্রমিক ঐক্য লীগ। ১০. আওয়ামী যুব হকার্স লীগ। ১১. আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। ১২. আওয়ামী পঙ্গু মুক্তিযোদ্ধা লীগ। ১৩. আওয়ামী পরিবহন শ্রমিক লীগ। ১৪. আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ। ১৫. আওয়ামী ক্ষুদ্র মৎস্যজীবী লীগ। ১৬. আওয়ামী যুব সাংস্কৃতিক জোট। ১৭. বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা গবেষণা পরিষদ। ১৮. বঙ্গবন্ধু সৈনিক লীগ। ১৯. বঙ্গবন্ধু একাডেমি। ২০. বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ। ২১. ওলামা লীগ। ২২. বঙ্গবন্ধু লেখক লীগ। ২৩. বঙ্গবন্ধু প্রজন্ম লীগ। ২৪. বঙ্গবন্ধু যুব পরিষদ। ২৫. বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। ২৬. বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ। ২৭. বঙ্গবন্ধু বাস্তুহারা লীগ। ২৮. বঙ্গবন্ধু আওয়ামী হকার্স ফেডারেশন।
২৯. বঙ্গবন্ধুর চিন্তাধারা বাস্তবায়ন পরিষদ। ৩০. বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। ৩১. বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ। ৩২. বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ। ৩৩. বঙ্গবন্ধু লেখক লীগ। ৩৪. বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। ৩৫. বঙ্গবন্ধু আদর্শ পরিষদ। ৩৬. আমরা মুজিব সেনা। ৩৭. আমরা মুজিব হব। ৩৮. চেতনায় মুজিব। ৩৯. বঙ্গবন্ধুর সৈনিক লীগ। ৪০. মুক্তিযোদ্ধা তরুণ লীগ। ৪১. নৌকার সমর্থক গোষ্ঠী। ৪২. দেশীয় চিকিৎসক লীগ। ৪৩. ছিন্নমূল মৎস্যজীবী লীগ।৪৪. ক্ষুদ্র ব্যবসায়ী লীগ। ৪৫. নৌকার নতুন প্রজন্ম। ৪৬. ডিজিটাল ছাত্রলীগ। ৪৭. ডিজিটাল আওয়ামী প্রজন্ম লীগ। ৪৮. ডিজিটাল আওয়ামী ওলামা লীগ। ৪৯. বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ। ৫০. ঠিকানা বাংলাদেশ। ৫১. জনতার প্রত্যাশা। ৫২. রাসেল মেমোরিয়াল একাডেমি। ৫৩. জননেত্রী পরিষদ। ৫৪. দেশরত্ন পরিষদ। ৫৫. বঙ্গমাতা পরিষদ। ৫৬. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ। ৫৭. আমরা নৌকার প্রজন্ম। ৫৮. আওয়ামী শিশু যুবক সাংস্কৃতিক জোট। ৫৯. তৃণমূল লীগ। ৬০. একুশে আগস্ট ঘাতক নির্মূল কমিটি। ৬১. আওয়ামী প্রচার লীগ। ৬২. সজীব ওয়াজেদ জয় লীগ। ৬৩. বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগ। ৬৪. আওয়ামী শিশু লীগ। ৬৫. আওয়ামী তৃণমূল লীগ। ৬৬. আওয়ামী তরুণ প্রজন্ম লীগ। ৬৭. আওয়ামী চাকরিজীবী লীগ। ৬৮. বাংলাদেশ জনসেবা লীগ। ৬৯. আওয়ামী শিশু-কিশোর লীগ।৭০. অভিভাবক লীগ। ৭১. উদ্যোক্তা লীগ। ৭২. আওয়ামী অনলাইন লীগ। ৭৩. বিশ্ব আওয়ামী অনলাইন লীগ।

জাগরণ/এসএসকে