• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১২:৩০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২১, ০৬:৩১ এএম

পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা

পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা
ফেরিতে দুর্ঘটনাকবলিত গাড়ি ● সংগৃহীত

পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা লেগেছে। এ সময় ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে।

প্রত্যক্ষদর্শী জানান, ফেরিটি বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা সেতু অতিক্রম করার সময় ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় এক নারীসহ অন্তত ২০ আহত হয়েছেন। পরে শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করলে যাত্রী ও যানবাহন নামানো হয়।

এই তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল।

এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি ‘শাহজালাল’ এর ধাক্কা লাগে।

জাগরণ/এমএ