• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ১১:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০২১, ১১:৪৩ পিএম

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় মারা গেছেন আরও দুইজন।

এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাস নূরুর দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনিম সারোয়ার বলেন, আহতদের উদ্ধার করে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাগরণ/এসএসকে