• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ১০:৩০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০২১, ০৫:৫৬ পিএম

বনানীতে ছয়তলা ভবনে আগুন

বনানীতে ছয়তলা ভবনে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনামুল হক বলেন, সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি এনামুল হক।

ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে থাকা একটি বেসরকারি চ্যানেলকে ওই ভবনের একজন কর্মী বলেছেন, ভবনের তৃতীয় তলায় কেমিকেলের গোডাউন রয়েছে।  তার ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। 

অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে কোনও কর্মী কর্মরত ছিলেন কি না বা কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। 

এ সময় বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরা।  মহাখালী থেকে বনানীগামী সড়কের এক পাশ বন্ধ থাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

জাগরণ/এমএ/এসএসকে