• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ০৮:১৪ পিএম

বৈদ্যুতিক সামগ্রী রফতানিতে আগ্রহী ফিলিপাইন : বাণিজ্য মন্ত্রী 

বৈদ্যুতিক সামগ্রী রফতানিতে আগ্রহী ফিলিপাইন : বাণিজ্য মন্ত্রী 
ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও টি বানদিল ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সাক্ষাৎ- ছবি : জাগরণ


ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী রফতানি পাশাপাশি বাজার সৃষ্টি করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শুধু রফতানিই নয় বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিপাইন।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সে দেশের এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও টি বানদিল। এ সময় বাণিজ্য সচিব মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

বাণিজ্য মন্ত্রী জানান, শিগগিরই এ বিষয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টিপু মুনশি বলেন, গত ২০১৭-১৮ অর্থবছরে ফিলিপাইনে ৪৭ দশমিক শূন্য ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। একই সময়ে ৮ দশমিক শূন্য ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

এমএম/এসএমএম