• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ০৯:৩৫ এএম

ময়মনসিংহে জেএমবি সন্দেহে নারীসহ আটক ৪ 

ময়মনসিংহে জেএমবি সন্দেহে নারীসহ আটক ৪ 

 

ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য সন্দেহে এক নারীসহ ৪ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (২৩ জানুয়ারি) রাত ৮ দিকে তাদের আটক করা হয়।

জানা যায়, জঙ্গি সন্দেহে আটক এ ৪ ব্যক্তি ঢাকা থেকে ট্রেনে করে ময়মনসিংহ ও জামালপুর হয়ে ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় তাদেরকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান  জিহাদী বই উদ্ধার করে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত তথ্য দেয়া হবে। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম খবরের সত্যতা নিশ্চিত করেন।

এএস/