• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ১১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৮, ২০২১, ০৬:০০ এএম

মেট্রো রেলের সফল পরীক্ষা

মেট্রো রেলের সফল পরীক্ষা
সংগৃহীত ছবি

মেট্রো রেলের পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ আগস্ট) রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল ট্রেন।

পরীক্ষামূলক এই চলাচলে কোনও ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী ডিপো স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। এ সময় বিভিন্ন স্টেশনে থেমে যান্ত্রিক পরীক্ষাও করা হয়।

প্রকল্প পরিচালক জানান, রাজধানীতে নির্মিত উড়াল রেলপথে দেশের স্বাভাবিক নিয়মের ট্রায়াল হিসেবে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে ২৯ আগস্ট (রোববার)। এদিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত লাইনে এই ট্রেন পরিচালনা করা হবে। শুক্রবার (২৭ আগস্ট) পূর্ব প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলক মেট্রোরেল চালানো হয়েছে। তবে রোববার (২৯ আগস্ট) এই ট্রেন চললেও যাত্রী নেয়া হবে না।

আগামী বছর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।

জাগরণ/এমএ