• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৯:০৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৮, ২০২১, ০৯:০৫ এএম

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু
কলাবাগান ক্রীড়াচক্রের ক্রিকেটার নীরব খান শহীদ, ছবি- সংগৃহীত।

রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় ক্রিকেটার নীরব খান শহীদের (৩২) মৃত্যু হয়েছে। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। এ দুর্ঘটনায় তার বন্ধু আফজাল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেপরোয়া গতিতে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন। পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন।

খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

জাগরণ/এসকেএইচ