• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০২১, ০৩:১৪ পিএম

আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেল ও জুনে পদ্মা সেতু চালু

আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেল ও জুনে পদ্মা সেতু চালু
সংগৃহীত ছবি

আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেল এবং জুনে পদ্মা সেতু চালু হবার কথা জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মেট্রোরেল এখন আর কোনও স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা করবে কিন্তু সরকার জবাব দেবে কাজ করে। 

রবিবার (২৯ আগস্ট) মেট্রোরেলের ‘ভায়াডাক্টের উপর মেট্রো ট্রেনের প্রথম চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন’ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বছর তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, পরে কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে।

তিনি  বলেন, ‘শেখ হাসিনা সরকার কাজেই জবাব দেয়। আমরা মেট্রোরেল, পদ্মাসেতুসহ মেগা প্রজেক্ট দিয়ে তার জবাব দিচ্ছি’।

মুন্সীগঞ্জ জেলার মাওয়া, মাদারীপুর জেলার শিবচর ও শরীয়তপুর জেলার জাজিরা; তিন জেলার এই তিন অংশবেষ্টিত পদ্মা নদীর পাড়ে চলছে পদ্মাসেতুর নির্মাণ কাজ। গত সপ্তাহে পদ্মা সেতুতে রোডওয়ে স্ল্যাব (ডেক স্ল্যাব) বসানোর কাজ শেষ হয়েছে।

জাগরণ/এসএসকে