• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১২:৩৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০২১, ১২:৩৪ এএম

সকালে আসছে পাইলট নওশাদের মরদেহ, বনানীতে দাফন

সকালে আসছে পাইলট নওশাদের মরদেহ, বনানীতে দাফন
পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ● ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আসছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তাকে বহনকারী বিমানের একটি ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

তিনি বলেছেন, ক্যাপ্টেন নওশাদকে দেশে আনার বিষয়ে বেশ কয়েকটি অপশন রাখা হয়েছে।

মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ।

ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর তিন দিন ‘কিংস ওয়ে’ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সোমবার (৩০ অক্টোবর) সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।