• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:৫৮ পিএম

নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত সহ আরও ৪ দেশ

নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত সহ আরও ৪ দেশ
প্রতীকী ছবি

দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার (৫ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ চালু হয়েছে। এদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতার উদ্দেশে উড়ে গেছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বাংলাদেশের ওপর অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সম্প্রতি বেশ কিছু দেশ সেই অবস্থান থেকে সরে এসেছে। এর মধ্যে কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আবার অনেকে ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করেছে।

ভারত
এয়ার বাবল চুক্তিতে ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে ঢাকা-দিল্লি রুটে চালু হবে ৮ সেপ্টেম্বর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে। একইসঙ্গে  বাংলাদেশসহ অন্য দেশগুলোর জন্য পর্যটন ছাড়া সব ভিসা চালু করেছে দেশটি। তবে ভারতে ভ্রমণ করতে হলেও কোভিড টেস্ট এবং টিকা দেয়ার প্রমাণপত্র দেখাতে হবে।

তুরস্ক
১১ সেপ্টেম্বর) শনিবার থেকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল আবার চালু হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে ঢাকার তুর্কি দূতাবাস। তবে তুরস্কে যেতে হলে পৌঁছানো পর্যন্ত তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে কোভিডের পিসিআরের নেগেটিভ টেস্টের প্রমাণপত্র দেখাতে হবে।  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার অনুমোদিত টিকার দুই ডোজ নিয়ে থাকলে কোয়ারেন্টিন করতে হবে না। এসব টিকার মধ্যে রয়েছে সিনোভ্যাক, বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও সিনোফার্ম । 

জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজ নেয়ার পর ১৪ দিন পার হলে তুরস্কে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে না।  টিকা দেয়া না থাকলে তুরস্কে পৌঁছানোর পর কোয়ারেন্টিন করতে হবে। ১০ম দিনে পিসিআর টেস্ট করাতে হবে। ফলাফল নেগেটিভ এলে কোয়ারেন্টিন তুলে নেয়া হবে। ১২ বছরের কম বয়সীদের পিসিআর টেস্ট কিংবা টিকা নেয়ার সার্টিফিকেট দেখাতে হবে না। ফ্লাইট ক্রু, ট্রাক ড্রাইভার বা জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে এবং সীমিত আকারে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। তবে এজন্য বেশ কিছু নিয়ম-কানুন অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে ঢাকায় থাকা দেশটির হাইকমিশনের ওয়েবসাইটে।

অস্ট্রেলিয়ায় যেতে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

বিমানে ওঠার আগে ৭২ ঘণ্টা বা এর কম সময়ের মধ্যে করা কোভিড টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। অন্য কোনও দেশে ট্রানজিট নিলে সেদেশের নিয়ম-কানুন মেনে চলতে হবে।  কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর সরকারের অনুমোদিত নির্ধারিত ব্যবস্থাপনায় বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

ওমান
১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। বাংলাদেশ ছাড়া এ তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ফিলিপিন্স, তানজানিয়া, সুদান, ব্রাজিল, সিয়েরা লিওন, যুক্তরাজ্য, লেবাননসহ মোট ২৪ দেশ।

সব ওমানি নাগরিক, বাসিন্দা, ভিসাধারী ব্যক্তি বা সেখানে গিয়ে অন অ্যারাইভাল ভিসা পাবেন, তারা সবাই ১ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে তাদের কোভিড-১৯ নিয়ে জারি সব নির্দেশনা মানতে হবে।

ওমানে পৌঁছানোর পর করোনার দুই ডোজ টিকা নেয়ার কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট দেখাতে হবে। তবে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর অবশ্যই ১৪ দিন পার হতে হবে। কোভিডের পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টিন করতে হবে না। তবে দীর্ঘ ফ্লাইটের ক্ষেত্রে ওমানের পৌঁছানো পর্যন্ত ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে। আর ৮ ঘণ্টার কম দীর্ঘ ফ্লাইট হলে অন্তত ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করাতে হবে।

যাদের কোভিড-১৯ এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, পৌঁছানোর পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড পজিটিভ এলে তাকে অন্তত ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। ওমানে পৌঁছানোর পর পিসিআর টেস্ট করালে এর খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে। তবে ১৮ বছরের কম বয়স হলে তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সবধরনের ভিসা খুলে দেয়া হয়েছে। তবে এ জন্য কিছু শর্ত বেঁধে দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। ফ্লাইট ছেড়ে যাওয়ার অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরেই পিসিআর টেস্ট করাতে হবে। কিন্তু বিমানবন্দরে পিসিআর টেস্ট করানোর ব্যবস্থা না থাকায় শর্ত পূরণ করে সংযুক্ত আরব আমিরাতে কোনও বাংলাদেশি যেতে পারবেন না।

জাগরণ/এসএসকে/এমএ