• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৪:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:৫৭ পিএম

৫ শতাংশের নিচে নামল করোনা শনাক্তের হার 

৫ শতাংশের নিচে নামল করোনা শনাক্তের হার 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে।

এদিন অ্যান্টিজেনসহ ৩৩ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৬২ জন। দৈনিক শনাক্তের হার ৪ দশমিক ৬৯। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ১০ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৫৩৯ জন এবং নারী ৯ হাজার ৭৩৮ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ১৫ জন, এছাড়া চট্টগ্রামে ৩, রাজশাহীর ৩, খুলনায় ২, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ১, ৭১ থেকে ৮০ বছরের ৫, ৬১ থেকে ৭০ বছরের ৮, ৫১ থেকে ৬০ বছরের ৫, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ১ জন মারা গেছেন।