• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০১:০৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৭:০৪ এএম

ভোট না দিলে আমাকে পাবেন না : মমতা

ভোট না দিলে আমাকে পাবেন না : মমতা
সংগৃহীত ছবি

ভবানীপুরের উপনির্বাচনে ভোটের প্রচারে গিয়ে নিজের জন্য ভোট চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, অনেকে ভাবছেন দিদি এমনিই জিতে যাবে। কিন্তু প্রতিটি ভোট দামি। একটা ভোট না দিলে আমার ক্ষতি হবে। ভোট না দিলে আমাকে পাবেন না।

বুধবার (২২ সেপ্টেম্বর) নিজের কেন্দ্রে ভোটের প্রচারে গিয়ে এ আরজি জানালেন তিনি।

নিজেকে জনগণের পাহারাদার হিসেবে আখ্যাও দিয়ে মমতা বলেন, তিনি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল নেত্রী বলেন, ‘আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। আমাকে মুখ্যমন্ত্রী রাখতে ভোট দিন। আমার কাছে প্রতিটি ভোট দামি।’ 

তিনি বলেন, ২০২১-এর নির্বাচনে কৃষক আন্দোলনের জায়গা নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল। তাই দাঁড়িয়েছিলাম। কিন্তু সেখানে আমাকে যে কীভাবে হারানো হয়েছে তা প্রকাশ্যে আসবে।

আদালতে মামলা চলছে। জানা যাবে, আমার বিরুদ্ধে সেখানে কী করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবে। এটা ভাগ্যের খেলা। আপনাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পিটিআই।

জাগরণ/এমএ