• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ১২:৫২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০২১, ১২:৫২ এএম

তেজগাঁওয়ে ভবনে বিস্ফোরণ, দুই শিক্ষার্থী আহত

তেজগাঁওয়ে ভবনে বিস্ফোরণ, দুই শিক্ষার্থী আহত
সংগৃহীত ছবি

রাাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ছয়তলা বাসার তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইয়াছিন তালুকদার (২৭) ও জিতু (৩১) নামের দুইজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সাড়ে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা ওই বাসার তিনতলার মেস ভাড়া করে থাকতেন বলে জানায় পুলিশ।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ এবং জিতুর ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল বলেন, রাত ৯টার পর পূর্ব তেজতুরী পাড়ার ২৭/এ জাহান ভিলার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

 তেজগাঁও থানার উপপরিদর্শক আবদুল মান্নান বলেন, আহত দুজন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। আর কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জাগরণ/এমএ