• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ১২:০১ পিএম

দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি
সংগৃহীত ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের যানবাহনের বাড়তি চাপ পড়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ঘাট এলাকায় দেখা যায়, পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপারের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। ফলে আটকা পড়েছে অপচনশীল পণ্যবাহী ট্রাক। ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় চার কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। 

যাত্রীবাহী যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

দিনের পর দিন আটকে থেকে ভোগান্তি পড়েছেন  অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা।

চালকরা জানান, ফেরিতে নদী পার হতে ট্রাকগুলোকে  সিরিয়াল পেতে কয়েকদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। খোলা আকাশের নিচে টয়লেট, গোসল ও খাবার সমস্যায় পড়তে হচ্ছে। রয়েছে চোরের উপদ্রবও। দরকারি  জিনিসপত্র, টাকা-পয়সা ও মোবাইল চুরির আশঙ্কায় রাত জেগে থাকতে হচ্ছে তাদের।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। সড়কে কিছু ট্রাক সিরিয়ালে আছে, যার চাপও দ্রুত কমে যাবে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। মূলত অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যাত্রীবাহী যানবাহনকে বেশি গুরুত্ব দেয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। 

জাগরণ/এমএ