• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১২:৪৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০২১, ১২:৪৩ এএম

কুমিল্লার ঘটনা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা

কুমিল্লার ঘটনা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা

কুমিল্লায় কথিত কোরআন অবমাননার অভিযোগের ঘটনা নিয়ে জরুরি ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৩ অক্টোবর) বিকালে প্রতিমন্ত্রীর বরাত দিয়ে এ বিজ্ঞপ্তি পাঠায় ধর্ম মন্ত্রণালয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জরুরি ঘোষণায় বলেছে, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য এরই মধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি।

জরুরি ঘোষণায় আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দুপুরে কুমিল্লা শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

জাগরণ/এসএসকে