• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০২১, ০৬:০২ পিএম

খালেদা বলেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন নাই : প্রধানমন্ত্রী

খালেদা বলেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন নাই : প্রধানমন্ত্রী
ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংক সহ বহু আন্তর্জাতিক সংস্থা। সব বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘বিশ্ব খাদ্য দিবস- ২০২১’ উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জমির আইলগুলো তুলে দেয়া গেলে ফরিদপুর জেলার সমান চাষযোগ্য জমি পাওয়া যেত।  বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, জাতির পিতার এই লক্ষ্য নিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

এসময় তিনি বলেন, বাংলাদেশ ৯৮ সালে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন নাই। বিদেশের কাছে পরনির্ভরশীল হবার জন্য বিএনপি এই কথা বলেছিলো।

তিনি বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা এবং উন্নয়ন বন্ধ করতেই হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আরও ৪০ বছর আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হতো।

জাগরণ/এমএ