• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১১:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২১, ১১:৫৩ পিএম

পূজামণ্ডপে হামলার উসকানি দেয়ায় ইসলামি বক্তা গ্রেফতার

পূজামণ্ডপে হামলার উসকানি দেয়ায় ইসলামি বক্তা গ্রেফতার
সংগৃহীত ছবি

দেশে পূজা মণ্ডপে হামলার ঘটনায় উসকানি দেয়ার অভিযোগ এক ইসলামি বক্তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

অভিযুক্তের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি উসকানিমূলক বক্তব্য দেয়ার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আবদুর রহিম বিপ্লবী। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকাল সাড়ে সাতটায় অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শাজেদা লতার নেতৃতে সাইবার মনিটরিং সেলের একটি টিম তাকে গ্রেফতার করে।

গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। সেদিন আবদুর রহিম একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা দেয়ার সময় বলেন, ‘১৫ অক্টোবর জুম্মার নামাজ শেষে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং বাংলাদেশে একটি পূজামণ্ডপও রাখবো না।’ 

কুমিল্লায় সংঘর্ষ ও চাঁদপুরের নিহতের ঘটনায় তিনি পুলিশকে দায়ী এবং দোষী করে উগ্র বক্তব্য প্রচার করেন। 

জাগরণ/এমএ