• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০২:১২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২১, ০২:১২ পিএম

ইভ্যালির বিষয়ে আদেশ ২৮ ফেব্রুয়ারি

ইভ্যালির বিষয়ে আদেশ ২৮ ফেব্রুয়ারি

ই-কমার্স প্রতিষ্ঠনান ইভ্যালির বিষয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি আদেশ দেবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে এই তারিখ ঠিক করা হয়।  

এর আগে ইভ্যালির লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দেয়া হয় হাইকোর্টে। 

এতে বলা হয়, ৬৭টি ব্যাংক হিসাবে দেখা যায় ইভ্যালির প্রায় ৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যার মধ্যে জমা দেয়া হয় প্রায় ১ হাজার ৯৫৬ কোটি ১৯ লাখ টাকা। আর উত্তোলন করা হয় প্রায় ১ হাজার ৯৪২ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোর স্থিতির পরিমাণ ২ কোটি ১৩ লাখ টাকা। 

২০২০ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৮টি ঋণ হিসাবের মাধ্যমে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন প্রায় ৫৫ কোটি ৮৩ লাখ টাকা ঋণ নেন।

জাগরণ/এমএ