• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১১:৪৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০২১, ১১:৪৭ এএম

বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ
প্রতীকী ছবি

বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কার্বণ নিঃসরণে দায়ী না থাকা সত্ত্বেও বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে জাতীয়ভাবে অবদান রাখতে চায় বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যানবাহনে কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে।

জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে উন্নত দেশগুলো। ব্যবসায়িক কারণে গরীব দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তরে অনীহা রয়েছে উন্নত দেশগুলোর। মেট্রো রেল দিয়ে বৈদ্যুতিক গণপরিবহনের যাত্রা শুরুর পর সড়ক পরিবহনেও এ প্রযুক্তি আনতে কাজ করছে বাংলাদেশ। আসছে ৫ বছরের মধ্যে দেশে বিদ্যুৎ চালিত যানবাহন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা প্রণয়ন ও গাড়ির চার্জার স্টেশন নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

জাগরণ/এসএসকে