• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০১:১৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০২১, ০১:১৫ এএম

অনুমোদনহীন বাসের বিরুদ্ধে অভিযান শুরু আজ

অনুমোদনহীন বাসের বিরুদ্ধে অভিযান শুরু আজ
ফাইল ফটো

রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে রাজধানীতে সোমবার (২০ ডিসেম্বর) শুরু হচ্ছে যৌথ অভিযান।

ঢাকায় অনুমোদনহীন কোনও বাস চলবে না, অনুমোদনহীন বাস চললে তা জব্দ করা হবে অভিযানে।

২৬ ডিসেম্বর থেকে ৫০টি বাস নিয়ে ঘাটারচর-মতিঝিল-সাইনবোর্ড-কাঁচপুর পর্যন্ত রুটে চলবে ঢাকা নগর পরিবহন বাস সার্ভিস।

নগর ভবন মিলনায়তনে দুই সিটির মেয়র এর সঙ্গে পরিবহন মালিকদের সমন্বয় সভায় একথা জানানো হয়।

সভায় জানানো হয়,  সোমবার (২০ ডিসেম্বর) থেকে পুরো ঢাকা শহরে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে। এবার বাস মালিক বা শ্রমিকরা কোনও ধরনের চাপ প্রয়োগ করবে না বলে আশা করেন দুই মেয়র।

 

বাস মালিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা। শুরুতে কিছুটা সমস্যা হতে পারে কিন্তু রাজধানীতে গণপরিহনে শৃঙ্খলা ফেরাতে এর বিকল্প নেই বলে মনে করেন মেয়রদ্বয়।

অনুমোদনহীন বাস আর কোনওদিন ঢাকার রাস্তায় চলবে না বলে জানিয়ে দেন দুই সিটি মেয়র।

নতুন শুরু হতে যাওয়া ঢাকা নগর পরিবহন বাস সার্ভিসে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা করে নির্ধারণ করা হয়েছে। ই-টিকেটিং সিস্টেমে কাটতে হবে টিকেট। নির্দিষ্ট স্থান ছাড়া এই বাস থামবে না। চালক ও হেল্পারদের জন্য থাকবে নির্দিষ্ট পোশাক। পর্যায়ক্রমে রাজধানীর সব রুটে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয় সভায়।

রুট পারমিট ছাড়া সব বাস জব্দ করে মাতুয়াইলে ডাম্পিং করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র।

জাগরণ/এসএসকে