• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৫:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০২১, ০৫:৩৩ পিএম

প্রচন্ড শীত ও কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

প্রচন্ড শীত ও কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত
সোমবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসা এলাকার হাইওয়ে থেকে তোলা। ছবি- জাগরণ। 

কুমিল্লায় হাড় কাপানো প্রচন্ড শীত ও কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার সকাল ৮ টা ৪৫  মিনিটেও সূর্যের আলোর দেখা  মেলেনি। এদিন কুমিল্লায় শীত ও কুয়াশার দরুন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা ছিল একেবারে কম। পণ্যবাহী ট্রাক ও লড়ির চলাচলও ছিল কম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, গৌরিপুর, ইলিয়টগঞ্জ ও সিমসার অংশে যেখানে সকালে পন্যবাহী ট্রাকের কারণে যানজট লেগেই থাকে সেখানে প্রচন্ড কুয়াশার দরুন ওই স্থথাগুলোতে যানবাহন ও ট্রাকের চলাচল ছিল একেবারে নগণ্য। 

প্রচন্ড শীত ও কুয়াশায় মহাসড়ক ধোয়ার মতো দেখা গেছে। যানবাহন চালকগণ হেড লাইট জ্বালিয়ে একেবারে আস্তে আস্তে চালিয়েছেন দূর্ঘটনা এড়ানোর জন্য।

সোমবার সকাল  প্রায় সাড়ে নটা পর্যন্ত কুয়াশার কারণে মহাসড়ক এর কুমিল্লার নিমসায় সরেজমিনে যেয়ে দেখা যায়  যানবাহন ও ট্রাকের চলাচল  সীমিত সংখ্যক। সোমবার কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক। যার দরুন শীত ও কুয়াশার আধিক্য ছিল বেশি। 
 

এসকেএইচ//