• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২২, ২০২১, ১২:১৭ পিএম

অর্থ আত্মসাৎ মামলা

এসকে সিনহার দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

এসকে সিনহার দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ
ফাইল ফটো

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দুর্নীতির মামলায় খালাস পাওয়া শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ ডিসেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন। 

এর আগে সোমবার ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্ম ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় দুই আসামি টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহার খালাসের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয় বলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় গত ৯ নভেম্বর রায় দেন ঢাকার আদালত। রায়ে সাবেক প্রধান বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহাকে ১১ বছর দণ্ড দেয়া হয়।

মামলার অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড এবং দুই আসামি শাহজাহান ও নিরঞ্জনকে খালাস দেন আদালত। এরই ধারাবাহিকতায় খালাস পাওয়া দুই আসামির রায়ের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে আপিল করে দুদক।

জাগরণ/এসএসকে