• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১১:১০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৮, ২০২২, ১১:১০ পিএম

শ্রমিক নেতা খোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

শ্রমিক নেতা খোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
ছবি- জাগরণ।

চট্টগ্রাম ব্যুরো// 
জাতীয় শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম খোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে মোবাইল ও টাকা উদ্ধারে পুলিশ  প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের জাতীয় শ্রমিকলীগ নেতারা যখন শ্রমিকদের অধিকার বাস্তবায়ন, জীবন-জীবিকা উন্নয়নে কাজ করে চলছে। ঠিক তখনই একটি চাঁদাবাজ সিন্ডিকেট সরকার বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে সড়ক পরিবহনে চাঁদাবাজি, চট্টগ্রাম বিআরটিএ’র কতিপয় দালালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও  অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদকারী জাতীয়  শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম খোকনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং  মোবাইল ও টাকা ছিনতাই করেছে। তাই বায়োজিদ বোস্তামী থানায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি ও তাহার সঙ্গীয় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন, মোবাইল ও টাকা উদ্ধার করুন। অন্যথায় কঠোর থেকে কঠোরতর শ্রমিক আন্দোলন-কর্মসূচী ঘোষণা করা হবে। এমনকি প্রয়োজনে সিএমপি কমিশনারের দপ্তরে অবস্থান কর্মসূচী ঘোষণা করতেও বাধ্য হব বলে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি হুশিয়ারী প্রদান করেন।

আজ ৮ জানুয়ারি (শনিবার) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ, রেজিঃ নং-১৪৬৯ এর সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি ওসমান গণির পরিচালনায় চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাশ, ঢাকা-চট্টগ্রাম জেলা সিএনজি শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ফারুক,  চট্টগ্রাম জেলা মোটর শ্রমিক  ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি বাবু স্বপন বিশ্বাস, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগ ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি আশীষ কুমার চৌধুরী, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিকলীগের সংগ্রামী সভাপতি আব্দুল হান্নান, চট্টগ্রাম হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর, বাকলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর ঠিকাদার শ্রমিক জোটের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক এয়ার মোহাম্মদ খোকন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহাম্মদ, বাকলিয়া হকার্স লীগের সাধারণ সম্পাদক কমাণ্ডার আব্দুস সালাম, রেলওয়ে শ্রমিকলীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চট্টগ্রাম নির্মাণ শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের উপদেষ্টা জামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের মহিলা নেত্রী ডলি রাণী শীল, বায়োজিদ থানা হকার্স লীগের সভাপতি রঞ্জিত পাল, সাধারণ সম্পাদক ডাঃ রফিক, বাকলিয়া থানা জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম আদু সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকলীগ নের্তৃবৃন্দ।

 

এসকেএইচ//