• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৯, ২০২২, ০৯:১০ পিএম

কুড়িগ্রাম সীমান্ত থেকে ১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রাম সীমান্ত থেকে  ১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল  বিএসএফ
ফাইল ফটো।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে শাকিল (২১) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে।

রোববার (৯ জানুয়ারি) ভোরে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস্যরা ওই যুবককে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক শাকিল পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে বলে জানা গেছে।

সীমান্ত এলাকা সূত্রে জানা গেছে, রোববার ভোরে একদল গরু পাচারকারী ময়দান বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৯৭৬/৬ এস হতে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। এসময় ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের তাড়া করে। অন্যরা পালিয়ে ফিরলেও শাকিল বিএসএফের হাতে ধরা পড়ে। 

তবে ঠিক কোন সীমানা পিলারের নিকট হতে শাকিলকে বিএসএফ আটক করে নিয়ে গেছে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। 

কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে বিষয়টি আমরাও জানতে পেরে বিএসএফের কাছে বার্তা পাঠিয়েছি। তবে তারা এখনও (রোববার বিকাল পর্যন্ত) অফিশিয়ালি আমাদেরকে কিছু জানায়নি। আমরা এ ব্যাপারে খোঁজ রাখছি। 

 

এসকেএইচ//