• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০১:৩০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২২, ০১:৩০ এএম

ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা

৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সংগৃহীত ছবি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলায় তার বন্ধুসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাজেদুল হক মঙ্গলবার ( ১১ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি আরাফাত হোসাইন মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। অন্য আসামিরা হলো— মর্তুজা রায়হান চৌধুরী, মোসা. নুহাত আলম তাফসীর, ফারজানা জামান নেহা, শাফায়েত জামিল, রিয়াজ উদ্দিন ও নূরুল আমিন।

২০২১ সালের ২৮ জানুয়ারি বিকেলে মর্তুজা রায়হান ওই তরুণীকে নিয়ে মিরপুর থেকে আরাফাতের বাসায় যায়। সেখানে স্কুটার রেখে আরাফাত, ওই শিক্ষার্থী ও রায়হান একসঙ্গে ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যায়। আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অতিমাত্রায়’ মদপান করায়। এরপর তাকে ধর্ষণ করে। হাসপাতালে দু'দিন চিকিৎসার পর মারা যান ওই তরুণী। 

৩১ জানুয়ারি চার আসামির নাম উল্লেখ করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা। মামলায় অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

জাগরণ/এসএসকে