• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০১:১১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২২, ০১:১১ এএম

বিমানবন্দরে বাড়তি সতর্কতা

বিমানবন্দরে বাড়তি সতর্কতা
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলায় এখনও নতুন কোনও নির্দেশনা আসে নি বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান। তবে ভিড় কমাতে যাত্রীর সঙ্গে বাড়তি লোকজন না যাওয়ার অনুরোধ তার।

বিমানবন্দরের সংস্কারকাজের জন্য রাতে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকায় দিনে যাত্রীর সংখ্যা দিগুণ হয়েছে। সেইসঙ্গে বিদেশগামী একজন যাত্রীর সঙ্গে ৮ থেকে ১০ জন সহযাত্রী যাওয়ায় অতিরিক্ত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখা যায়, যাত্রীর চেয়ে সহযাত্রীর সংখ্যাই বেশি। প্রতিদিন গড়ে ২০ হাজার যাত্রী গেলেও সহযাত্রীর চাপে তা বেড়ে তিন থেকে চারগুণ হচ্ছে।

বিমানবন্দরে নতুন কোনও নির্দেশনা না থাকলেও করোনা সতর্কতায় যাত্রীর সঙ্গে বাড়তি লোকজন না যাওয়ার অনুরোধ পরিচালকের।

করোনা সতর্কতায় অতিরিক্ত মানুষের সমাগম এড়াতে বিমানবন্দরের প্রতিটি গেইটে মনিটর বসানো হয়েছে। সেইসঙ্গে চেক-ইনের ব্যবস্থাও কাছাকাছি রাখা হয়েছে।

জাগরণ/এসএসকে