• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ১২:৪৫ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২২, ১২:৪৫ এএম

টেকনাফের কুখ্যাত ডাকাত কালাভূলু অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার

টেকনাফের কুখ্যাত ডাকাত কালাভূলু অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার
ছবি- জাগরণ।

র‌্যাব—১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সর্দার জাফর আলম ওরফে কালা ভূলুকে গ্রেপ্তার করেছে।

তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালীর নুরুল কবিরের পুত্র। র‌্যাব—১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী ১৫ জানুয়ারী জানান, মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ১৪ জানুয়ারী (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা আলীখালী ঠাকুর পাহাড়ের পাদদেশে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিততি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা উত্তর আলীখালীর নুরুল কবিরের পুত্র জাফর আলম ওরফে কালাভূলুকে (৩০) ১টি বস্তাসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী চালিয়ে ৩টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাঁজা কার্তুজএবং ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অবৈধ অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ধৃত কুখ্যাত ডাকাত সর্দার জাফর আলম ওরফে কালা ভূলুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ডাকাতি, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে স্থানীয় শাহ আলম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা যায়।

 

এসকেএইচ//