• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৪:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২২, ০৪:৪৮ পিএম

রাজশাহীতে বিদ্যুতের লাইন থেকে ৩ কৃষকের পানের বরজে আগুন

রাজশাহীতে বিদ্যুতের লাইন থেকে ৩ কৃষকের পানের বরজে আগুন
পুড়ে যাওয়া পানের বরজ। ছবি- জাগরণ।

রাজশাহীর বাগমারায় বিদ্যুতের লাইন থেকে সৃষ্ট আগুনে তিনজন কৃষকের পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।

রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের কৃষক আফজাল হোসেন, দুলাল উদ্দীন এবং মজিবর রহমানের পান বরজে আগুন লাগে।

এতে তিনজন কৃষকের প্রায় ১৩ পোন পান বরজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যতোক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে তার আগেই পান বরজের সাজ সহ সমস্ত পান পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতি ৮ লাখ টাকা।

পান বরজের মালিক আফজাল হোসেন বলেন, পান বরজের পাশ দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়েছে। সেই লাইন থেকে পান বরজে আগুন ধরে যায়। সেই আগুন মহুর্তের মধ্যেই পাশে থাকা দুলাল এবং মজিবর রহমানের পান বরজেও ঝড়িয়ে পড়ে। ওই আগুনে তিনটি পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। লোকজন পান বরজের আগুন দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আগুনে পান বরজ পুড়ে ভষ্মিভূত হওয়ার বিষয়টা শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

 

এসকেএইচ//