• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০১৯, ০৪:০২ পিএম

স্পিকার ড. শিরীন শারমিন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
স্পিকার শিরীন শারমিন ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী); ফাইল ফটো

 

জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার ( ৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি। এছাড়া সরকার দলীয় চিফ হুইপ নিযুক্ত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

আজ বিকাল ৩টায় সংসদ অধিবেশনের শুরুতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।

পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এরপর সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রম নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন বিশ মিনিটের জন্য মুলতবি রাখা হয়।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে মনোনীত করা হয়।

একাদশ জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হয়েছেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।

হা শা/ সাইসে