• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২২, ০৭:১৩ পিএম

খোলা সয়াবিন বিক্রি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী

খোলা সয়াবিন বিক্রি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী ৩১ মে থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে পাম অয়েল খোলা বিক্রি করা যাবে না, বোতলজাত করে বিক্রি করতে হবে ।
 
বুধবার (২ মার্চ) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ’আমাদের যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। আমাদের হাতে সব রয়েছে। কোনোটায় সমস্যা নেই। হঠাৎ করে টিসিবি সিদ্ধান্ত নিয়েছে, এক কোটি মানুষকে পণ্য দেবে, সে ব্যবস্থাও তারা করেছে।’

তিনি বলেন, ’সরকারের চেয়ে বড় হাত কারও নয়। আমরা বসতে চাই, সুবিধা দিতে চাই। কিন্তু তাই বলে এমন না তারা সুযোগ নেবেন। কিছুদিন আগে তারা এসেছিলেন তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি- সম্ভব নয়। আমরা দেখতে চাই এবং কোথাও সুযোগ নিতে দেব না।’

এসময় তিনি গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, ’আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়েন। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লেখেন। নির্দিষ্ট করে বলেন- ‘এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন’।’

পণ্যের দাম নির্ধারণের আইন অনেকের অমান্য করার বিষয়ে তিনি বলেন, ’ভোক্তা অধিকারকে বলবো শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেটা যেন তাদের জানানো হয়। আমরাও আমাদের ব্যবস্থা নেব।’

ইউএম