• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৯, ০২:৩৫ পিএম

বইমেলায় অনলাইনে নজরদারি, থাকছে সর্বোচ্চ নিরাপত্তা: র‌্যাব

বইমেলায় অনলাইনে নজরদারি, থাকছে সর্বোচ্চ নিরাপত্তা: র‌্যাব


বইমেলাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলায় নিরাপত্তার প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর এর সিও (কমান্ডিং অফিসার) লে. কর্ণেল এমরানুল হাসান একথা জানান।

তিনি জানান, মাসব্যাপী অমর একুশে বইমেলা উপলক্ষে অন্যান্য বাহীনির পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মাসব্যাপী আমরা নিরাপত্তায় থাকব।  বইমেলা নিয়ে  র‌্যাব সাইবার ক্রাইম মনিটরিং সেল (আরসিএমসি) এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি চলানো হচ্ছে। বইমেলা নিয়ে উস্কানিমূলক কিছু বা জঙ্গি তৎপরতার কোনো তথ্য বা একটিভিটি পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাবের সিও বলেন, বইমেলায় মাসব্যাপী নিরাপত্তায় র‌্যাবের কন্ট্রোলরুম থাকবে, গোয়েন্দা নজরদারি থাকবে ও সিসিটিভি মনিটরিং থাকবে। নিজেদের পোশাকে ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা কাজ করবে। র‌্যাবের বোম ডিসপোজল ইউনিটও প্রস্তুত থাকবে।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে লেখক, প্রকাশক ও ব্লগারদের ওপর হামলার পরিকল্পনার কোনো তথ্য নেই। এরপরেও আমরা সজাগ রয়েছি, যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে। বাংলা একাডেমির সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখব যাতে কোনো উস্কানিমূলক বই মেলায় কোনো স্টলে ঠাঁই পেতে না পারে।

আরআর/ টিএফ