• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২২, ০৩:২৫ পিএম

ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মিম

ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মিম
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ওসি সাব্বির আহমেদ বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে ৯৯৯ নম্বরে তারা একটি কল পান। সেই কলে বলা হয়, ‘একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ৩০০ ফিট নামার পথে পড়ে আছেন। তার পাশে একটি স্কুটি পড়ে আছে।’

ওসি বলেন, এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মাইশাকে সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাব্বির আহমেদ বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাভার্ডভ্যানটি জব্দের চেষ্টা করা হচ্ছে।

 

এসকেএইচ//